Detail News
আজ ৭ ডিসেম্বর ২০১৯ সকাল ১১ টায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের ৬৯ ব্যাচের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার অনাকাঙ্খিত মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ও সিদ্ধেশ্বরী উভয় ক্যাম্পাসে মানব বন্ধনের আয়োজন করা হয়। মানব বন্ধনে স্টামফোর্ড বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজসহ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহাম্মদ আলী নকী, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, প্রক্টর এ এন এম আরিফুর রহমানসহ সকল বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে রুবাইয়াত শারমিন রুম্পার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন। তারা এই মৃত্যুর সুষ্ঠ তদন্ত প্রত্যাশী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় পরিবার শোক সন্তÍপ্ত পরিবারের সাথে তদন্তের দাবীতে একাত্মতা প্রকাশ করেন।