Detail News
গত ২১ জানুয়ারি ২০২০ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে CARES এবং স্টামফোর্ডের যৌথ উদ্যোগে Alarming Increase of Antimicrobial Resistance and its Possible Remedial Measures in Bangladesh বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এর সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলী নকী। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইকোবায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন।
অধ্যাপক (অব.) ড. কে. এম.এস. আজিজ এবং অধ্যাপক (অব.) ড. মো. মোজাম্মেল হক-এর যৌথ সভাপতিত্বে সেমিনারের প্রধান আলোচক ছিলেন মেজর জেনারেল প্রফেসর ড. এ.এস.এম. মতিউর রহমান। প্রশ্নত্তোর পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর ড. শহিদুল কবির।